নদী ভরাট ও দূষন রুখতে সচেতন হওয়ার আহ্বান
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার
নদী ভরাট ও দূষন রুখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে নদী বাচাঁও আন্দোলনের সভাপতি আনোয়ার সাদাত।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানবন্ধনে তিনি বলেন, নদী নিয়ে গল্প, কবিতা, নাটক এবং চলচিত্র নির্মানের মাধ্যেমে মানুষকে সচেতন করতে পারলে নদী দূষনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এসময় নদী রক্ষায় নদীর উপর নির্মিত ব্রীজ ও নদীর একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরারও দাবি জানান বক্তরা। এ বিষয়ে সরকারকে আরও কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানায় নদী বাচাও আন্দোলন।