ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

চিরনিদ্রায় শায়িত হলেন লাকী আখন্দ

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার

রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত সংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। এর আগে আরমানিটোলায় প্রথম নামাজে জানাজা শেষে শ্রদ্ধা জানাতে তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ভক্ত, শুভানুধ্যায়িরা বলেন, লাকি আখন্দের মতো প্রতিশ্র“তিশীল শিল্পীর চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।
চলে গেলেন সুন্দরের শ্রষ্টা, ফিরবেননা আর কখনো। মানুষের চোখের পানি, আর এমন কান্নায় হৃদয় ভাঙ্গা পরিবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে।
বরেণ্য শিল্পী লাকি আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রীয় শ্রদ্ধার পাশাপাশি শ্রদ্ধা জানায় সব শ্রেণীপেশার মানুষ।
ক্ষনজন্মা ও প্রতিশ্র“তিশীল এমন শিল্পীর চলে যাওয়াকে সংঙ্গীতাঙ্গনের জন্য অপুরনীয় ক্ষতি হিসেবেই দেখছেন সবাই।
এতোসব মহান সৃষ্টির পরও কিছু অপূর্ণতা নিয়েই বিদায় নিতে হয়েছে মহান এই মুক্তিযোদ্ধাকে।
শহীদ মিনার থেকে জানাজার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। লাকী আখন্দের আত্মার মাগফিরাত কামনা করেন সবাই।
পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৩য় নামাজে জানাজা শেষে সেখানেই সামহিত করা হয় কিংবদন্তী শিল্পী লাকী আখন্দকে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।