হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। ফলে একদিন আগে যেখানে পাইকারিতে (ট্রাকসেল) ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বেড়ে ১শ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ায় সেদেশেই কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পণ্যটির সরবরাহ কমায় সেদেশেই দাম বাড়তির দিকে রয়েছে। এতে বর্তমানে আমাদের কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে। ফলে দেশেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এছাড়াও আজ শুক্রবার সাপ্তহিক ছুটি ও আগামীকাল শনিবার ১৫ আগস্টের কারণেও বন্দর দিয়ে দুদিন আমদানি রফতানি বন্ধ থাকবে। এতে করে দেশের বাজারে চাহিদা আরও বেড়েছে। কিন্তু সে তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বাড়ছে বলেও তিনি জানান।
এআই//আরকে//