ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪,   আষাঢ় ১৮ ১৪৩১

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আগে আলোচনার তাগিদ

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১৮ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আগে জাতীয় স্বার্থে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আরো আলোচনার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। বাংলাদেশের ফুসফুস খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও জীবন-জীবিকার উৎস- এ তিনটি বিষয় বিবেচনায় নিয়ে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসারও আহবান তাদের।
রাজধানীর সিরডাপ মিলনায়নে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের আলোচনায় বিশিষ্টজনরা রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাকৃতিক বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রামপাল নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন বিশিষ্টজনরা।
এ প্রকল্প পরিবেশ ও গণবিরোধী বলে উল্লেখ করেন রাজনীতিবিদরা।
রামপাল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে সরকারকে জাতীয় স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।