রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৪২.৪ শতাংশ বেকার
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার
এ্যাকশন এইড
রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ এখনও বেকার। আর আহত শ্রমিকদের মধ্যে প্রায় ৩১ শতাংশ মানসিকভাবে বিপর্যস্ত। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এ্যাকশন এইডের জরিপে উঠে আসে এসব তথ্য।
রাজধানীতে রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ্যাকশন এইডে এ জরিপ প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১২ শতাংশ শ্রমিক ওই দুর্ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। তবে প্রায় সাড়ে ১২ শতাংশ শ্রমিকের শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। অনুষ্ঠানে অ্যাকশন এইডের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১ হাজার ৪০০ শ্রমিক ও প্রায় ৬০০ নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ওপর এ জরিপ পরিচালনা করা হয়।