ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

‘দ্য অল টাইম হিরো’ এবার বাংলা ভাষায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এবার তৈরি হয়েছে বাংলা ভাষায়। এর বাংলা শিরোনাম দেওয়া হয়েছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

ইতিহাস গবেষক সাজেদুর রহমান ফিরোজের তত্ত্বাবধানে, নসরুল হামিদের প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্র ২০১৮ সালে প্রথম প্রকাশ হয় ইংরেজি ভাষায়। এবার সেটির সঙ্গে আরও কিছু ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংযোজন করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি বাংলায় রূপান্তরিত করা হয়েছে। এর আর্কাইভ, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন নোমান রবিন। 

নির্মাতা নোমান রবিন বলেন, ‘বঙ্গবন্ধুকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই ব্যাপারে লিখিত অনেক দলিল আছে। কিন্তু আজ পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের কোনো অডিও-ভিজ্যুয়াল দলিল নির্মিত হয়নি। নতুন প্রজন্ম এই বিষয়ে সর্ম্পূণরূপে অন্ধকারে বসবাস করছে। বঙ্গবন্ধুর হাজার বছরের শ্রেষ্ঠত্বের দলিল তো দূরের কথা তার সুবিশাল সংগ্রামী জীবনের পুরো গল্প তরুণ, যুবক, কিশোর-কিশোরী ও শিশুদের কাছে অজানা। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, কলকাতার জীবন, দেশ ভাগের ব্যথা, আওয়ামী লীগের জন্মের কথা। কীভাবে, কেন পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হয়ে গেল আওয়ামী লীগ। কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন আওয়ামী লীগের প্রধান। এসব বিষয় নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

মিডিয়া বক্সের ব্যানারে ১০০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রের সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। অ্যানিমেশন করেছেন মারুফ আব্দুল্লাহ। ক্যামেরায় ছিলেন জাহেদ নান্নু। সম্পাদনা করেছেন হাসান মেহেদী। 

তথ্যচিত্রটি আজ বিকেল ৪টা ৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। টিভির পাশাপাশি একই সময়ে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখা যাবে।
এসএ/