কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
আজ শনিবার সকালে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
এছাড়া জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা করা হয়।
পরে মুজিববর্ষ উপলক্ষে নগরীর শুভপুর শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রশাসন ও কুমিল্লা সামাজিক বন বিভাগের আয়োজনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
দিবসটিতে অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী।
এআই//এমবি