রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং চাকরি দেয়ার দাবি
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার
রানা প্লাজা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং চাকরি দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
শনিবার সকাল জাতীয় প্রেসক্লাবে রানা প্লাজা ধ্বসের সঙ্গে জড়িত সোহেল রানার বিচার এবং ২ শে এপ্রিল কে শোক দিবস ঘোষনার দাবিতে মানববন্ধন করে তারা। এসময় বক্তরা বলেন, রানা প্লাজা ধ্বসের ঘটনায় আহত অনেকে এখনও বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে ঐ ঘটনায় আহত যারা এখনও চাকরী পায়নি তাদের চাকরী নিশ্চিত করারও দাবী জানান ।