ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অবসরের ঘোষণা দিলেন ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার | আপডেট: ০৯:২৫ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

নানা জল্পনা-কল্পনার অবসান। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মনখারাপ করা খবর দিলেন মাহি! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩৯)। 

আজ শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করে নিজের অবসরের কথা জানালেন এমএসডি।

স্বাধীনতা দিবসের দিনই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে নিরন্তর জল্পনা। কবে তিনি অবসর গ্রহণ করবেন, তা নিয়ে প্রবল কৌতূহল। অথচ বিশ্বজয়ী অধিনায়ক নিজের অবসর নিয়ে একটি শব্দও খরচ করেননি এতদিন। স্বাধীনতা দিবসের দিনই যে অবসর গ্রহণ করে সবাইকে চমকে দেবেন তিনি, তা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। 

শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনি জানিয়ে দেন তাঁর অবসরের কথা। ধোনি তাঁর ভক্তদের উদ্দেশ করে লিখেছেন, ‘কেরিয়ার জুড়ে আমার প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো।’

২০১৯ বিশ্বকাপের পরই ব্যাট-প্যাড তুলে রাখবেন এমএস ধোনি। বহুদিন ধরেই এমন খবর হাওয়ায় ভেসেছে। যদিও ধোনি ঘনিষ্ঠরা বলেছেন, এমএসডি কবে অবসর নেবেন সেটা একমাত্র তিনিই জানেন। এই ব্যাপারে তাঁর স্ত্রী সাক্ষীও নাকি টের পাবেন না। সত্যিই তো টের পেলেন না। শুক্রবার চেন্নাইয়ে পৌঁছে গেলেও ঘুণাক্ষরে কেউ টের পাননি। আসলে মহেন্দ্র সিং ধোনি মানেই আনপ্রেডিক্টেবল!! এর আগে নেতৃত্ব ছাড়ার আগেও ধোনির চলাফেরা কেউ টের পাননি। হঠাত্ করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন্সি ছাড়ছেন!

আসলে তিনি 'ক্যাপ্টেন কুল'। ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয়। ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে খেললেনি এমএসডি। ইতিমধ্যেই বোর্ডের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন ধোনি। তাই স্বাভাবিকভাবেই ঘুরপাক খেতে থাকে মাহির অবসর জল্পনাও। জাতীয় দলে ধোনির ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠতে থাকে । ধোনি কি আর জাতীয় দলে কামব্যাক করতে পারবেন?  সব জল্পনা নিজেই মুছে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও IPL এ খেলবেন।

এবার সন্ন্যাস জীবনের শুরু। ধোনি নিশ্চয়ই সেখানেও হেলিকপ্টার শট মারবেন। আলোর গতিতে স্টাম্পিং করবেন... বিশ্বকাপ জিতবেন আর মুচকি হাসি হাসবেন মাহি। উনি মহেন্দ্র। উনি বিশ্বজয়ী।

এনএস/