ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাঙালি হওয়া যায় না: সালমান এফ রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১ এএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ১২:৫৫ এএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন,বাংলা-বাঙালি ও স্বাধীনতার বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে অস্বীকার করে কখনও বাঙালি হওয়া হওয়া যায় না। বঙ্গবন্ধু ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বাঙালির পরাধীনতার শেকল ভাঙার স্বপ্ন বুননে ও মাথা উচু করে দাঁড়াবার পথ তৈরিতে মহানায়কের ভূমিকায় যিনি কাজ করেছেন তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়ে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানার ওসি (তদন্ত) মো, আরাফাত হোসেনসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
কেআই//