বিসিবিতে ‘মুজিব কর্নার’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৫ এএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের দোতলায় শোভা পাচ্ছে এই ‘মুজিব কর্নার’।
শোক ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারকে স্মরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই দিনটিকে স্মরণে রাখতে বিসিবির কার্যালয়ের একটি অংশে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার।
তর্জনী উঁচানো বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ছবি এবং বছরের শুরুতে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের ট্রফিও শোভা পেয়েছে এই কর্নারে। বঙ্গবন্ধুর বিভিন্ন গুণাবলী লেখা আছে আলোকিত এই দেওয়ালে।
এ সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘মুজিব কর্নার আগেই করা হয়েছে। আজ (গতকাল) বিসিবি সভাপতি এটা দেখেছেন। এটা গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যেই করা হয়েছিল।’
গতকাল বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত, কোরআন তিলাওয়াত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে বিসিবি।
এএইচ/এমবি