সুনামগঞ্জে হিন্দু কল্যাণ ট্রাস্টের শোক দিবস পালন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় জেলার শ্রী শ্রী কালীবাড়ি নাট মন্দিরে পূজা, প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
পাশাপাশি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান, অতিরিক্ত সচিব মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রঞ্জিত দাস প্রমুখ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক যোগেশ্বর দাশ, শ্রী শ্রী কালীবাড়ি নাট মন্দিরের সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদর উপজেলার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানা সংগ্রাম ও আদর্শের কথা তুলে ধরেন। পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় জাতির পিতাসহ ১৯৭১ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে।
এআই//এমবি