ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাত্রলীগের নেতা কর্মীদের বিক্ষোভ
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢুকতে গেলে ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভ করে। পরে তারা বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টার ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে।
এ’সময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত হন। উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ভবন উদ্বোধন করে নাসিরনগরের দিকে চলে যান। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে মন্ত্রীর সফরের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে বিজয়নগরের বিভিন্ন সড়ক ও এলাকায় যানবাহন কম চলছে। এর আগে, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। মন্ত্রী ছায়েদুল হকের প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের পর সুধি সমাবেশে যোগ দেয়ার কথা ছিলো। তবে মন্ত্রীর পূর্বনির্ধারিত সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।