চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার
অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরী রোডে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার সকালে রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে সিএমপি পুলিশ এবং রেল পুলিশ এই অভিযান চালায়। এ’সময় রেলের জমিতে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে ফেলা হয়। রেল কর্মকর্তারা জানান, ওই জমি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে দখলে নিয়ে সেখানে বিভিন্ন স্থাপনা তৈরী করে মাদক ব্যবসা করে আসছিল। অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।