ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেহেরপুরে চিকিৎসকসহ ১৩ জন করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে সদর হাসপাতালের ডাক্তার মো. রফিকুল আলম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মো. নাসির উদ্দীন। 

আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ৭,গাংনীতে ৩ ও মুজিবনগরে ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭৪ জন। 
এর সুস্থ ১৭৮ জন, মৃত ৯ জন ট্রান্সফার্ড ২৯ জন এবং মেহেরপুরে বর্তমানে চিকিৎসাধিন ১৫৯ জন। 

সিভিল সার্জন জানান, কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৬টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১৩জন করোনা পজিটিভ। আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নেবেন। স্বাস্থ্য বিভাগ রুগিদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছে।  

কেআই//