সংবিধান সংশোধন করে ক্ষমতা হস্তান্তর: বেলারুশ প্রেসিডেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
বেলারুশে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
বেলারুশের সরকারি বার্তা সংস্থা বেলটা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে খবর দিয়েছে, ‘আমরা সংবিধান সংশোধন করবো, তারপর আমি সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করবো। রাস্তায় বিক্ষোভে বা চাপের মুখে ক্ষমতা ছাড়বো না।’
রয়টারস বার্তা সংস্থার এক রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন নতুন একটি সংবিধানের পর তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারেন কিন্তু চাপের মুখে তিনি ক্ষমতা ছাড়বেন না।
৯ই অগাস্ট বিতর্কিত এক নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে আবারো বিজয়ী ঘোষণা করা হলে বেলারুশে ব্যাপক বিক্ষোভে এবং ধর্মঘট ছড়িয়ে পড়ে।
রাশিয়ার ঘনিষ্ঠ লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। রোববার রাজধানী মিনস্কে বিরোধীদের ডাকা এক বিক্ষোভে এত মানুষ জড় হয় যা স্বাধীন বেলারুশের ইতিহাসে আগে কখনই দেখা যায়নি। রোববার মিনস্কে এক বিক্ষোভ সমাবেশে এত মানুষ জড় হয় যার নজির বেলারুশের ইতিহাসে নেই।
এসি