ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

হঠাৎ এক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। একই দিনে তিনি ভারতে ফিরে যাবেন। বার্তা সংস্থা ইউএনবি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মার্চের পর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।

ইউএনবির খবরে উল্লেখ করা হয়, দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে শ্রিংলা এ সফরে আসছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, এ সফরে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের সঙ্গে দেখা করবেন। ভবিষ্যতেও যেন দুই দেশের সম্পর্ক অটুট থাকে সে উদ্দেশ্য নিয়েই তিনি ঢাকা আসছেন। 

দিল্লির বিশেষ বার্তাও এ সময়ে ঢাকাকে অবহিত করবে বলে ওই সূত্র জানায়। 

প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলার ঢাকায় আসছেন। ২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দুই দেশের সম্পর্কে কিছুটা বিরুপ প্রভাব তৈরি করেছে।

সম্প্রতি বাংলাদেশি পণ্যে চীনের দেয়া শুল্ক ছাড়ের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জানা যাচ্ছে, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।

উল্লেখ্য, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।
এসএ/