ম্যালেরিয়া নির্মুল করতে সবাইকে একসাথে কাজ করার আহবান
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩০ পিএম, ২১ মে ২০১৭ রবিবার
২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া বংলাদেশ থেকে পুরোপুরি নির্মুল করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে, অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার সাতশ’ সাইত্রিশ জন। তবে প্রতিবছর এ রোগে মৃত্যুর সংখ্যা এখন নয় জনে নেমে এসেছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে এখনও মোট ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর ৯৩ ভাগই বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি। এসব এলাকায় তাই ম্যালেরিয়া নির্মুলে যেসব করণীয় তা মেনে চলার আহবান জানিয়েছেন তারা। ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবসের আগে ২৪ এপ্রিল বিশ্ব টিকাদান সচেতনতা দিবস পালন করার কথাও, সংবাদ সম্মেলনে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।