হঠাৎ কী বার্তা নিয়ে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১১ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। এ ছাড়াও তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে।
হঠাৎ কী বার্তা নিয়ে আকস্মিক সফরে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক সূত্রগুলো।
এ বিষয়ে এক ওয়াকিবহাল কূটনীতিক বলেন, ‘কোভিড-১৯ বিষয়ে ভারতের সহযোগিতার বিশেষ বার্তা পৌঁছে দেবেন শ্রিংলা’।
তিনি বলেন, মহামারী পরিস্থিতির মধ্যেও শ্রিংলার সফরে স্বাস্থ্যবিধি মেনে কূটনৈতিক বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। তবে সহযোগিতার সার্বিক বিষয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব মূল্যায়ন করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, শ্রিংলার সফরের ফলাফলের বিষয়ে আজ মঙ্গলবার দু’দেশের তরফে স্পষ্ট করে বিস্তারিত বলা হতে পারে। কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এ সফরে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে শ্রিংলা এ সফরে আসছেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, এ সফরে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের সঙ্গে দেখা করবেন। ভবিষ্যতেও যেন দুই দেশের সম্পর্ক অটুট থাকে সে উদ্দেশ্য নিয়েই তিনি ঢাকা আসছেন।
দিল্লির বিশেষ বার্তাও এ সময়ে ঢাকাকে অবহিত করবে বলে ওই সূত্র জানায়।
প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলার ঢাকায় আসছেন। ২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দুই দেশের সম্পর্কে কিছুটা বিরুপ প্রভাব তৈরি করেছে।
সম্প্রতি বাংলাদেশি পণ্যে চীনের দেয়া শুল্ক ছাড়ের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জানা যাচ্ছে, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।
উল্লেখ্য, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।
এমবি//