ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

দেশের নদ-নদীতে বাড়ছে পানি, আতঙ্কে বানভাসিরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

যমুনা ও আড়িয়াল খাঁ নদসহ বেশ কয়েকটি নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন দুর্ভোগে থাকা বানভাসিদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। 

সরেজমিন ঘুরে দেখা যায়, আঁড়িয়াল খাঁ নদে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভোগান্তিতে পড়েছে মাদারীপুরের মানুষ। একইসঙ্গে জেলার ৪ উপজেলায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙ্গনকবলিত এলাকার ভুক্তভোগীরা। বন্যার পানিতে ভেসে গেছে কয়েক হাজার হেক্টরের ফসল, অসংখ্য পুকুর ও ঘেরের মাছ। 

সিরাজগঞ্জে যমুনায় আবারও পানি বৃদ্ধি পাওয়ায় চতুর্থ দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় সয়দাবাদ মহাসড়কে আশ্রিত মানুষের দুর্ভোগ বেড়েছে। নতুন করে শাহজাদপুর, উল্লাপাড়ায় ১৫ গ্রাম বন্যাকবলিত হয়েছে।

এদিকে, গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি কমলেও কালিয়াকৈর উপজেলায় এখনও অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে। 

অন্যদিকে, নড়াইলের কালিয়ায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মাননববন্ধন করেছেন এলাকাবাসী। 

এআই/এমবি