দরজা-জানালা বন্ধ করে কি করোনামুক্ত থাকা যায়?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:২৭ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই ঘরের মধ্যে নিজেদের শুধু অবরুদ্ধ করেই রাখছেন না, ঘরের দরজা-জানালা পর্যন্ত বন্ধ রাখছেন কেউ কেউ। তাদের ধারণা, প্রবাহিত বাতাসের সাথে বাইরে ভেসে বেড়ানো ভাইরাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে।
করোনাভাইরাস ছড়ায় সংক্রমিত ব্যাক্তির হাঁচিকাশির সাথে বেরিয়ে আসা ড্রপলেট বা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার মাধ্যমে, যা বাতাসে খুব অল্প সময় ভেসে থাকতে পারে। আর এই ভাইরাস কিছুটা ভারী বলে যেতে পারে না বেশি দূরেও। তাই বাতাসের সাথে ভাইরাসের ঘরে অনুপ্রবেশ ঠেকাতে দরজা-জানালা বন্ধ রাখার প্রয়োজন তো নেই-ই, উল্টো বদ্ধ ঘরের দূষিত বায়ু বাইরে বেরিয়ে যাবে যদি আপনি দরজা-জানালা খোলা রাখেন।
এসি চলছে, বাইরের বাতাসের প্রয়োজন নেই- এটা মনে করে জানালা বন্ধ রাখাটাও ভুল! কারণ এতে করে বদ্ধ ঘরের ভেতরে ড্রপলেটস, যদি থেকে থাকে, তাহলে সেগুলো একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে। তাই ঘরের দরজা-জানালা খোলা রাখুন। এতে বাইরের বিশুদ্ধ বাতাস ভেতরে প্রবেশ করবে; বেরিয়ে যাবে ভেতরের দূষিত বাতাস। বাতাসে ভাইরাস বহনকারী ড্রপলেটস থাকলে বেরিয়ে যাবে তা-ও!
এমবি//