ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

শিপ্রার মামলা নেয়নি পুলিশ (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকারী শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলা আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শিপ্রা দেব নাথ ও সাহেদুল ইসলাম সিফাতসহ একজন আইনজীবীকে নিয়ে থানায় যান। কিন্তু ঘটনাস্থল রামু থানা এলাকায় হওয়াতে মামলাটি গ্রহণে অস্বীকৃতি জানায় সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান। 

মামলাটি কক্সবাজার সদর মডেল থানায় না করে রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করারও পরামর্শ দেন ওসি। 

ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে পুলিশের কর্মকর্তাসহ অন্তত দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা করতে চায় তারা।  

শিপ্রার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান টিপু বলেন, ‘ব্যক্তিগত এবং ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা বিভিন্ন ছবি আপত্তিকরভাবে এডিট করে সোশ্যালমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে শিপ্রা দেবনাথ নিজের মানহানি হয়েছে বলে মনে করেন। তাই, ডিজিটাল আইনে মামলাটি করতে এসেছিলেন তিনি।’

এআই//এমবি