ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২৯ ১৪৩১

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হচ্ছেন ম্যাক্রন এবং পেন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৪ এপ্রিল ২০১৭ সোমবার

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন এবং মেরিন লে পেন।
প্রথম পর্বের নির্বাচনে ম্যাক্রন ২৩ দশমিক ৭৭ আর লে পেন পেয়েছেন ২১ দশমিক ৭০ শতাংশ ভোট। তাদের কাছাকাছি ছিলেন রিপাবলিকান পার্টির ফ্রাঁসোয়া ফিলন এবং কমিউনিস্ট পার্টির জ্যঁ-লুক মেলেঁকন। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত বা দ্বিতীয় পর্বের ভোট। সেদিনই ফ্রান্স পাবে তার পরবর্তী নতুন প্রেসিডেন্ট। এদিকে, চুড়ান্ত লড়াইয়ের জরিপে এগিয়ে আছেন ইইউ পক্ষাবলম্বী ম্যাক্রন। আর লো পেন কে হারতে বড় সব ফরাসী রাজনৈতিক দল একাট্টা হয়েছে।