ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

নবগঙ্গা নদীর পাড়ে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

'মুজিব বর্ষ' উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় পুন:খননকৃত নবগঙ্গা নদীর দুই পাড়ে বৃক্ষরোপন করা হয়। বুধবার দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার আয়োজনে নবগঙ্গা নদীর দুইপাড়ে এই বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

নদীর দুই পাড় অবৈধ দখলদার মুক্ত রাখতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড এ উদ্যোগ গ্রহণ করেন। ফলজ, বনজ ও ওষুধি গাছের চারারোপন করা হয়। পুন:খনন করা নবগঙ্গা নদীর ১৪ কিলোমিটার এলাকায় দুই পাড়ে ৪৮ হাজার গাছরোপন করা হবে। 

বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি কর্মকর্তা জাহেদুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী সুবোধ কুমার ভট্টচার্য্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
কেআই//