ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৭ সোমবার

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৩টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ৫০০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪১টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।