সাপ এবং বেজির লড়াইয়ের ভিডিও ভাইরাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ভারতের একজন বন কর্মকর্তা ড. আব্দুল কাইউম একটি জঙ্গলের ভেতরে রাস্তায় বেজি ও কেউটে সাপের লড়াইয়ের একটি ভিডিও টুইটারে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে গেছে। গত দুদিন ধরে হাজার হাজার মানুষ তা দেখছেন, শেয়ার করছেন এবং মন্তব্য করছেন।
বিষাক্ত সাপকে কব্জা করার অসামান্য ক্ষমতা রয়েছে বেজির। পোস্ট করা ভিডিওর লড়াইতেও সাপটি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।
সাপে-বেজিতে ঐ লড়াই যখন চলছিল তখন রাস্তার দুপাশে গাড়ি, মোটরবাইক থামিয়ে বেশ কিছু মানুষ বিরল এই দৃশ্য দেখেছে।
তবে ড আব্দুল কাইউম তার টুইটার পোস্টে লিখেছেন কোনো ‘ক্রসেডার‘ যে আগ বাড়িয়ে গিয়ে কোনো একটি প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি, তাতে তিনি খুশী। কারণ, তার মতে, যার শক্তি বেশি সেই টিকবে - এটাই প্রকৃতির অমোঘ নিয়ম এবং তাতে হস্তক্ষেপ করা অনুচিত।
This is absolutely natural. I am happy that no crusader jumped in to save either species. It’s the survival of fittest which prevails in #nature
— Dr Abdul Qayum, IFS (@drqayumiitk) August 18, 2020
Vid-WA. @IfsJagan @vivek4wild pic.twitter.com/RtsR5LosnI
এসি