ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রানা প্লাজার নিহত শ্রমিকদের ৪৪ শিশু বেড়ে উঠছে অর্কা হোমসের ছায়ায়

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের সহায়হীন ৪৪ শিশু সন্তান বেড়ে উঠছে গাইবান্ধার বেসরকারি প্রতিষ্টান অর্কা হোমস্-এর ছায়ায়। সেখানে পারিবারিক পরিবেশে বড় হচ্ছে তারা। শিখছে লেখা পড়া। স্বজনহারা এসব শিশুর কল্যাণে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন অনেকে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমস্। স্বজনহারা শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। রানা প্লাজা ট্যাজেটিতে হতাহত শ্রমিকদের ৪৪ সন্তানের ঠিকানা এখন এখানে।

হোমস্ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে এই শিশুদের। লেখা-পড়াও করছে তারা।

রয়েছে খেলাধুলা-বিনোদনের ব্যবস্তাও। পারিবারিক স্নেহ-মতমতায় বেড়ে উঠছে তারা। শিশুরা জানালো বড় হতে চায় বড়মনের মানুষ হিসেবে।

শিশুদের মানবিক বিকাশ আর যুগোপযোগী নানা বিষয়ে সচেতন করে তুলছে হোমস কর্তৃপক্ষ ।

স্বজন হারা এই শিশুদের জন্য সহায়তাার হাত বাড়িয়ে দিয়েছে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আরও দেখুন ভিডিও সংবাদে