আশুগঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসনে শেড ও কাঁচাবাজার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে শেড নির্মাণ করে কাঁচামাল, মাছ ও ফলের দোকান করে দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ পুনর্বাসন মার্কেটের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. হায়াত উদ-দৌলা খান, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পুনর্বাসন হওয়া ছয় ভিক্ষুন হলেন, উপজেলার সদর ইউনিয়নের রমজান মিয়ার স্ত্রী মমতাজ বেগম, চরচারতলা ইউনিয়নের মৃত রবিউল্লাহর ছেলে শফিকুল ইসলাম, আ. বারিক মিয়ার ছেলে আ. কাদির, চান মিয়ার স্ত্রী মোছা. ফাতেমা বেগম, পুরাগুদাম এলাকার আশ্রাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও যাত্রাপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী মোছা. ফাতেমা বেগম।
এর আগে বিভাগীয় কমিশনার সরাইলের বেড়তলায় জাতীয় কবির নামে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতন পরিদর্শন করেন।
এআই/এমবি