ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

ট্যানারি স্থানান্তরেও বন্ধ হয়নি দূষণ-দাপট

প্রকাশিত : ১১:২৪ এএম, ২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

পরিবেশ রক্ষায় ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি গেছে সাভারের হেমায়েতপুরে। কিন্তু তাতে বন্ধ হয়নি দূষণ-দাপট। শিল্প নয়, যেন স্থানান্তর হয়েছে ট্যানারি বর্জ্য। সম্ভাবনার কথা বলা হলেও উল্টো উদ্বেগ-আতঙ্ক বেড়েছে বলে দাবি মালিক-শ্রমিকদের। ট্যানারি শিল্পের অনিয়ম-অব্যবস্থাপনার আদি-অন্ত উঠে এসেছে অখিল পোদ্দারের অনুসন্ধানে।

বিশাল এই পুকুরটি, বিসিকের ভাষায় ডাম্পিং ইয়ার্ড। খোলা আকাশের নিচে এখানেই ঢালা হচ্ছে কঠিন বর্জ্য। চামড়া প্রক্রিয়াজাতের পর প্রতিদিন ৫০ থেকে ৬০ টন এমন কঠিন বর্জ্য মিশে যাচ্ছে আশপাশের মাঠে-খালে-নদীতে। কিন্তু নকশা বলছে, এমনটি কখনোই হবার কথা ছিল না। চামড়ার বর্জ্য শোধনের পর তা ঢাকনাযুক্ত ডাম্পিংয়ে ফেলানোর সিদ্ধ নিয়মই রয়েছে দুনিয়াব্যপী। কিন্তু এখানে তার ব্যত্যয় ঘটেছে।

কেন এমনটি ঘটলো? আর কেনই বা সবকিছু ঠিকঠাক না করে ট্যানারি পাঠানো হলো অপরিকল্পিত হেমায়েতপুরে? এসব নিয়ে মুখে টেপ এঁটেছেন বিসিকের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক। তবে গল্পচ্ছলে নিজেদের ভ্রান্তির কথা স্বীকার করলেন অপর কর্মকর্তা।

এই অবস্থায় তাহলে কিভাবে কতোটুকু ক্ষতি হচ্ছে? প্রশ্ন ছিল মালিকদের কাছে।

অবিলম্বে সব অনিয়ম দূর করার দাবিও জানান তাঁরা।

আরও দেখুন ভিডিও