ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

নোয়াখালীর উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে কয়েকশ মানুষ।  

গতকাল শনিবার শহরের মোহাম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর বাজারে মানববন্ধন করে ভুক্তভোগীরা। একই সময় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম। 

এ সময় তিনি বলেন, ‘নদী ভাঙ্গন রোধে সরকার স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে। মেঘনা নদীর ১০ কিলোমিটার তীরে বাঁধ নির্মাণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভান, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চানন্দী ইউপি প্রশাসক আব্দুর রহিম।

এআই/এসএ/