ধর্মসচিব নূরুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ১১:৪৫ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সপরিবারে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আজ রোববার (২৩ আগস্ট) সকালে ধর্মসচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২২ আগস্ট) ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একান্ত সচিব বলেন, ‘শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই।’
এসএ/