ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে ড্রেন পুনঃখননের বিকল্প নেই : এমপি ফারুক

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

বরিশালসহ আশপাশের এলাকাগুলোর জলাবদ্ধতা নিরসনে ছোট-বড় খাল বা ড্রেনগুলো পুনঃখননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি জাহিদ ফারুক শামীম।

আজ বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দী এলাকা পরিদর্শন ও নিম্ন অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। কয়েক বছরের মধ্যেই গোটা বরিশাল হবে জলাবদ্ধতা মুক্ত।’

টানা কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধিতে বরিশালসহ আশপাশের এলাকা ডুবে গেছে। এমন অবস্থায় প্রকৃত অবস্থা দেখতে কির্তনখোলার পাড়, ৩০ গোডাউন ও জাগুয়ায় নদীর পাড় পরির্শন করেন এমপি। পাশাপাশি পানিবন্দী কয়েকশ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এআই/এসএ/