প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এতো কথা বলেননা: আইনমন্ত্রী
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৭ বুধবার
বিচার বিভাগের সমস্যাগুলো আলোচনা মাধ্যমে সমধানের আহবান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন বিশ্বের কোন দেশের প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এতো কথা বলেননা। বিচার বিভাগের উন্নয়নে বর্তমান সরকার সব সময় আন্তরিক ছিল এবং থাকবে বলেও জানান আইনমন্ত্রী।
মঙ্গলবার হবিগঞ্জের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সরকার ও বিচার বিভাগ নিয়ে এমন বক্তব্য দেন। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলননে বক্তব্য দেন আইনমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের সাথে বিচার বিভাগের কোন দূরত্ব নেই।
তবে জনসম্মূখে মন্তব্য না করে সরকারের সাথে আলোচনা করা যেত এবং সে সুযোগ সব সময় খোলা আছে বলেও মত তার।
বর্তমান সরকারের আমলে বিচার বিভাগের উপর কোন হস্তক্ষেপ হয়নি এবং হবে না বলেও জানান আইনমন্ত্রী।
https://youtu.be/DSvP6qNAfe8