ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

রাজবাড়ীতে করোনায় আক্রান্ত আরও ৩১

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

রাজবাড়ীতে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১ হাজার ৩১৬ জনই সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ২০ জনের। 

আজ সোমবার সকালে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান। 

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫, কালুখালীতে ১, গোয়ালন্দে ১, পাংশায় ৬ এবং বালিয়াকান্দিতে ৮ জন।  

সিভিল সার্জন জানান, ‘১২১ জনের নমুনা সংগ্রহ করে গত ২০ আগস্ট ঢাকায় পাঠানো হয়েছিল। গতরাতে প্রাপ্ত রিপোর্টে ৩১ জনের করোনা চিহ্নিত হয়। জেলায় মোট আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে ৯৫২ ও সদর হসপাতালে ভর্তি আছেন ৩৪ জন।’

এআই//এমবি