ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হাওরাঞ্চলের ফসলি জমি এখনো পানির নিচে

প্রকাশিত : ১০:০৮ এএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

হাওরাঞ্চলের ফসলি জমি এখনো পানির নিচে। সব হারিয়ে চরম সংকটে পড়েছে নেত্রকোণা কৃষক ও দুর্গতরা। ত্রানের পরিমাণ বাড়ানোর দাবী তাদের। এদিকে শেরপুর সদরসহ জেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানিতে তলিয়ে পচন ধরেছে বোরো ধানে। ভৈরবের জোয়ানশাহী হাওড় রক্ষায় কৃষকরা স্বেচ্ছাশ্রমের বাধেঁর ফাটল ঠেকানো চেষ্টা করছেন। 

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের প্রকোপ কমলেও হাওর এলাকাসহ, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনো পানির নিচে লাখ লাখ একর জমির ফসল।

বানের পানিতে তলিয়ে থাকায় বোরো ধানে পচন ধরেছে শেরপুর সদরসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলার বোরো ধান।

নেত্রকোণা বন্যা দূর্গতদের দূরাবস্থা কাটেনি। জেলার ৮৬টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ইউনিয়নের ৬৯ হাজার ৭১০ হেক্টর জমির ফসল আগাম বন্যায় তলিয়ে গেছে। কাঁচা-আধাপাকা ধানসহ সবজি ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে কৃষকের স্বপ্ন।

হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চললেও, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন দুর্গতরা। এছাড়া প্রায় ১ লাখ ৮২ হাজারটি গবাদিপশুও রয়েছে খাদ্য সঙ্কটে।

ভৈরবে একমাত্র হাওড় জোয়ানশাহী রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা। ওরার খালের বাঁধ ভেঙ্গে যেকোন সময় প্ল¬াবিত হতে পারে এ হাওরটিও।

ফসল বাঁচাতে এলাকায় মাইকে প্রচারসহ রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছে কৃষকরা।

https://youtu.be/MpdlnOwjwPg