ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে ৭ খুনের তিন বছর আজ

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনার তিন বছর আজ। মামলার বিচারে ২৬ জনের মৃত্যুদণ্ড অন্য ৭ জনের ১৭ বছর কারাদন্ড দিয়েছে বিচারিক আদালত। মামলাটি এখন হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। 

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি নিতদের স্বজন ও নারায়ণগঞ্জবাসী।

ঘটনার ৩৩ মাস পর নিহতের স্বজনদের দায়ের করা মামলায় খুনের সাথে জড়িত ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন, বরখাস্তকৃত র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালত। অপহরণের অভিযোগে ৭ জনকে ১০ বছর, আর আলামত নষ্টের অভিযোগে দেয়া হয় ৭ বছর করে কারাদণ্ড।

মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক সম্পন্ন করে আদালত আসামীদের সর্বোচ্চ শাস্তি দেয়ায় বিচার প্রতিষ্ঠত হয়েছে বলে মনে করেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বর্তমানে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন মামলার বাদি ও নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী।

এদিকে নিহতদের মধ্যে কয়েকজনের পরিবার দুর্বিসহ জীবনযাপন করছে। উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে ড্রাইভার জাহাঙ্গীর, ইব্রাহিম ও নজরুলের সহকারী তাজুল ইসলামের পরিবারে এখন মহাদুর্দিন।

তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, এলাকাবাসীও।

https://youtu.be/NFdYxAjRlGM