ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

পাবনায় বেকারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:১২ এএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৯ এএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

পাবনা শহরের শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় ফারুক করিম(৪৫) নামের বেকারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার নবাব আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়।

পাবনা সদর থানার ওসি(তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ৪/৫ জন যুবক ফারুককে শহরের মুজাহিদ ক্লাব স্কুলের পেছনে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে এমুহূর্তে হত্যার কারন জানা যায়নি।