ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মঙ্গল গ্রহে ১ একর জমির দলিল পেলেন এই বাঙালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:০৭ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

মানুষের স্বপ্ন ছুটছে এখন মঙ্গলগ্রহের দিকে। চাঁদ পেরিয়ে এখন বাঙালিরও নজর মঙ্গল গ্রহে! তাই এ বার লাল গ্রহে জমি কিনতে উদ্যোগী বাঙালি। ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস।

তবে লাল গ্রহে জমি কিনতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়নি শৌনককে। বলা যেতে পারে একেবারে ‘জলের দরে’ই মঙ্গল গ্রহে জমি কিনে ফেলেছেন সদ্য বিবাহিত শৌনক দাস। মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ টাকা!

কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্চে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়ে গিয়েছেন শৌনক।

শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক।

এসি