ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌ-রুটে ফেরি পারাপার ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার | আপডেট: ০৩:১৩ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌ-রুটে বৈরী বাতাস ও তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে আগের চাইতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে ফেরি পার হতে। দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের জন্য অপেক্ষা করছে বহু যানবাহন। 

আজ বুধবার সকাল থেকে বৈরী বাতাস ও তীব্র স্রোতের মধ্য দিয়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সচল রয়েছে ৪ টি ফেরি ঘাট। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়বে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, আজ দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে তেমন কোন ভোগান্তি হচ্ছে না। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ১৭টি ফরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে ২টি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামত করা হচ্ছে। 

দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌ-রুটে বৈরী বাতাসের সাথে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে ধীর গতি রয়েছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়া-পাটুরিয়া-আরিচা নৌরুটে আজ ৩৪টি লঞ্চ চলাচল করছে যাত্রী পারাপারে।

এমবি//