বরিশাল থেকে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল বন্ধ
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীন রুটের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএ পরিবহন পরিদর্শক মোঃ কবির হোসেন।
তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নাম্বার সতর্ক সংকেত থাকায় সকাল সাড়ে ৮ টা থেকে অভ্যন্তরীণ ২২ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এমবি//