দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে এই নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে বৈরি আবহাওয়া শুরু হলে এই নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এদিকে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও প্রতিটি ফেরি দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে বিভিন্ন প্রকার যানবাহনের সারি রয়েছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন মিলন জানান, দুর্ঘটনা এড়াতেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরি আবহাওয়া কমেনা আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩৪টি লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। প্রতিটি ফেরির প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। তবে যানবাহন নদী পারাপার স্বাভাবিক রয়েছে।
এমবি//