দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১১ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বৈরি আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা ও কাজিরহাট নৌরুটে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
২৪ ঘণ্টা পর বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজির হাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এদিকে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে প্রতিনিয়ত। এতে ঘাটে ফেরি ভিরতে সময় লাগছে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুনেরও বেশি। এসময় ফেরি পারাপারে চলমান যানবাহন সিরিয়ালে থাকতে দেখা গেছে। তবে তেমন ভোগান্তি ছিল না ফেরি পার হতে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে গতকাল সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আজ ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়া কেটে গেলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। তবে নদীতে স্রোতের তীব্রতা রয়েছে প্রচন্ড। এই নৌরুটে বর্তমানে ৩৪টি লঞ্চ চলাচল করছে যাত্রী পারাপারে। ফেরি চলাচল করছে ১৭টি। ফেরি ঘাট সচল রয়েছে ৪টি।
এমবি//