দামুড়হুদায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০১:১১ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে পানিতে ডুবে আবুল বাশার খান (১২) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃতু হয়েছে। মৃত বাশার দামুড়হুদা খান পাড়ার আব্দুল মমিন খানের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে আবুল বাশার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সারাদিন বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের ছেলেরা বালির গর্তে মাছ ধরতে গিয়ে ওই প্রতিবন্ধী শিশুর মৃতদেহ পানিতে ভাসতে দেখে তার পরিবারে খবর দেয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পরিবারের লোকজনসহ স্থানীয়রা ধারণা করছেন, বালির গর্তের ধারে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই//এমবি