ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

ইফতার, তারাবিহ এবং সাহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

রোজার মাসে ইফতার, তারাবিহ এবং সাহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব।
রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর আহমেদ কায়কাউস এ’কথা জানান। কোনো কারণে লোডশেডিং হলে, ওই এলাকার জনগণকে আগে থেকে জানাতে হবে বলেও নির্দেশ দেন তিনি। এছাড়া, ইফতার, তারাবিহ এবং সাহ্রির সময় মার্কেট, অফিস ও বাসভবনের এসি বন্ধ রাখার আহ্বান জানান বিদ্যুৎ সচিব।