শিপ্রার মামলায় ক্ষমা চাইলেন রামু থানার ওসি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় দুটি জব্দকৃত তালিকা তৈরি এবং একটির সঙ্গে অপরটির মিল না থাকার বিষয়ে আদালতের কাছে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালতে এই ক্ষমা প্রার্থনা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এম এ বারী এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই ঘটনায় জব্দ তালিকা তৈরি করেন দুটি। যেখানে অমিল পাওয়া যায়। তাই তার ব্যাখ্যা জানতে রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করেন আদালত। এর অংশ হিসেবে আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি। একই সাথে লিখিত শোকজের জবাবও জমা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।
এআই/এমবি