ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নড়াইলে বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইন উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্স-এর মাধ্যমে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণভবন থেকে নড়াইলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এবং মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন। এছাড়াও দেশের ১১টি গ্রিড উপকেন্দ্র ও ৬টি সঞ্চালন লাইন এবং ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নড়াইলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।

এই উপকেন্দ্র এবং সঞ্চালন লাইন চালুর ফলে নড়াইলের বিদ্যুৎ গ্রাহকেরা লোডশেডিং ও লো-ভোল্টেজের সমস্যা থেকে মুক্ত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় এলাকায় ৩ একর জমির উপর ৪৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এবং ৪২ কোটি ৫২লাখ টাকা ব্যয়ে ৩৯ দশমিক ৪৬৮ কিলোমিটার মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।

এনএস/