রমজানে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শিগগিরই টাকার বিপরীতে ডলারের মূল্যমান স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়ারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ’কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ জানান, চলতি বছর ভিয়েতনামে দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হবে। টাকার বিপরীতে ডলারের মূল্যমান বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ’ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। রমজানে টিসিবি’র মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপণ্য বিক্রি করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।