প্রতিটি কারখানায় সেফটি কমিটি গঠন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি গঠন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবল হক চুন্নু। বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পহেলা মে মহান মে দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রায় এক হাজার পোশাক কারখানায় এই কমিটি করা হয়েছে। পরবর্তীতে সব কারখানায় এই সেফটি কমিটি করা হবে। এবার পহেলা মে পালনের প্রতিপাদ্য- শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টায়।