বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরনের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি আরো জানান, সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন। এসময় শেখ হাসিনা যুক্তরাজ্যে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলেও জানান ক্যামেরন।