ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

কবুতর পালন করে বেকারত্ব দূর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:২৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

শান্তির প্রতীক পায়রা। একসময় বার্তা বাহক হিসেবেও ব্যবহৃত হতো। এখন অনেক মানুষের জীবিকার উৎস। চলমান করোনার কারণে বেকার হয়ে পড়া নানা বয়সী মানুষ এখন ঝুকঁছেন কবুতর পালনে। এই উদ্যোগে আর্থিকভাবে লাভবান হওয়ায় দূর হচ্ছে বেকারত্ব। 

জ্যোকোবিন, হেলমেট, পেখম-মেলা, গিরিবাজ, ময়ুর পংখী, কিংবা সিরাজী, নানা জাতের কবুতর পুষছেন অনেকে। খামারিরা জানান এতে আর্থিক স্বচ্ছলতা এসেছে তাদের।

চট্টগ্রামের দেওয়ান হাটে সপ্তাহে হাট বসে দুইদিন। আর এই হাটে দেখা মিলে নানা জাতের কবুতর। ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগই খামার সংশ্লিষ্ট। আছেন সৌখিন কবুতর পালকও।

বিক্রেতারা বলেন, ‘কবুতর পালনের মধ্যে অনেকটা আনন্দ আছে। দেশি-বিদেশী সব ধরনের কবুতর পাওয়া যায় এখানে। শুধু চট্টগ্রাম নয়, বিভিন্ন বিভাগ থেকে এসে অনেকে কবুতর নিয়ে যান। যারা খামার গড়তে চান তারাও এখান থেকে কবুতর সংগ্রহ করেন।’

অপরদিকে, অনেকটা উচ্ছ্বাস নিয়ে দূর-দূরান্ত থেকে কবুতর কিনতে আসছেন ক্রেতারা। তারা বলছেন, ‘কবুতর পালনে অর্থ উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর হয়।’ 

এসব কবুতর জাত ভেদে প্রতি জোড়া বিক্রি হচ্ছে ৭শ’থেকে ২০ হাজার টাকায়। এমন তথ্য জানান ক্রেতা-বিক্রেতারা। এমতাবস্থায় কবুতরের বাণিজ্যিক লালন-পালনে প্রাণিসম্পদ বিভাগের সহায়তা দাবি করেছেন খামারিরা।

এআই//আরকে//